সিলেটে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সসেস টু ইনফরমেশন-এটুআই ও সিলেটের জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ থেকে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শুরু হয়েছে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬।
এ উপলক্ষে আজ বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মেলাস্থলে গিয়ে শেষ হয়।
র্যালীর নেতৃত্ব দেন ও মেলা উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।
মেলায় ৪২টি স্টল খোলা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।