ছিনতাই মামলায় পুলিশের দুই এসআই রিমান্ডে
সুরমা টাইমস রিপোর্টঃ রাজধানীতে বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের দুই এসআইকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম নূর মিয়া এ আদেশ দেন।
যাদের রিমান্ডে দেয়া হয়েছে তারা হলো- যাত্রাবাড়ী থানার এসআই মঞ্জুরুল ইসলাম ও রমনা থানার এসআই মুজাহিদুল । খিলক্ষেত থানার এসআই মইনুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি খিলক্ষেত থানার কুড়িল ফ্লাইওভার সংলগ্ন বিকাশের এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়।