‘বাবার নাম কাগজে আছে’ (ভিডিও)

Fake Voter BDডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার হাজি এনায়েতগঞ্জ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র ক্যামেরায় উঠে এসেছে ভোটের বিব্রতকর এক চিত্র। যমুনা টিভির প্রতিবেদককে বলতে শোনা যায়, (সম্প্রচার শুরুর) পাঁচ মিনিট আগেও পুরো লাইন শূন্য ছিল। কেউই ছিল না। পাঁচ মিনিটের মাথায় পুরো তিনটি লাইন ভরে গেছে!
যমুনা টিভির সাংবাদিককে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পুরো কথোকথন তুলে ধরা হলো।
সাংবাদিক: আপনার বয়স কতো?
ভোটার-১: ১৮।
সাংবাদিক: ১৮ বছর। আপনার আইডি কার্ড আছে?
ভোটার-১: জ্বি না।
সাংবাদিক: আইডি কার্ড কোথায়?
ভোটার-১: আইডি কার্ড হয় নাই!
সাংবাদিক: আইডি কার্ড হয় নাই? মানে কী? আপনি কীভাবে ভোট দিতে আসছেন? আপনার নাম কী?
ভোটার-১: মানিক মিয়া।
সাংবাদিক: মানিক মিয়া আপনার নাম? আপনার বাবার নাম কী?
ভোটার-১: আমার বাবার নাম…ইয়ে…
সাংবাদিক: বাবার নাম মনে নাই?
ভোটার-১: ইয়ে…
সাংবাদিক: আচ্ছা ঠিক আছে। দর্শক আপনি দেখতে পাচ্ছেন, এ ভোটার তার বাবার নামই বলতে পারছে না! যাই হোক, আপনার বয়স কতো?
ভোটার-২: ২০।
সাংবাদিক: আচ্ছা। আপনাদের তখন কে দিয়েছিল সিøপ? সিøপ কারা দিয়েছে?
ভোটার-২: না, আমার তো আইডি কার্ড আছে।
সাংবাদিক: আপনার আইডি কার্ড কোথায়?
ভোটার-২: বাসায়।
সাংবাদিক: সবার আইডি কার্ড বাসায়?
এ সময় আরও দুই জন উপস্থিত ভোটারকে একই আইডি কার্ড আছে কিনা প্রশ্ন করেন সাংবাদিক। তাদের প্রত্যেকের উত্তর, আইডি কার্ড বাসায়।
এর মধ্যে চতুর্থ ভোটারের সঙ্গে কথোপকথন কিছুটা দীর্ঘ হয়েছে।
সাংবাদিক: আপনার নাম কী, দেখি?
ভোটার-৪: রবিউল ইসলাম।
সাংবাদিক: রবিউল ইসলাম? আপনার বাবার নাম কী?
ভোটার-৪: বাবার নাম এতে আছে।
সাংবাদিক: বাবার নাম কাগজে আছে?
ভোটার-৪: জ্বি।
সাংবাদিক: মানে, আপনার নাম রবিউল ইসলাম। কিন্তু আপনার বাবার নাম কাগজে আছে? কেন, আপনি নিজে আপনার বাবার নাম জানেন না?
ভোটার-৪: জানি।
সাংবাদিক: বাবার নাম বলতে পারছেন না?
ভোটার-৪: (নিরুত্তর)