নিজের গড়া র্যাবের বিলুপ্তের দাবি খালেদার
সুরমা টাইমস রিপোর্টঃ গুম, খুন ও অপহরণের মত মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় র্যাব ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে ঢাকা মহানগর বিএনপির ৩৮নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনসহ ৭জনের পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ দাবি জানান। খালেদা জিয়া বলেন, বিএনপি দেশে শাসন ক্ষমতায় থাকা অবস্থায় দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও জনগণের নিরাপত্তার জন্য প্রশিক্ষিত বাহিনী র্যাব গঠন করা হয়েছিল। কিন্তু আমাদের গড়া সেই র্যাবকে সরকার বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমনের জন্য অপহরণ-খুনসহ নৃশংস কাজে ব্যবহার করছে। তারা এখন গুম-খুনে জড়িয়ে পড়েছে। তাই অবিলম্বে এই বাহিনী বন্ধের দাবি জানাচ্ছি। খালেদা জিয়া বলেন, আর কত মায়ের বুক খালি করবেন, এবার র্যাবকে বিলুপ্ত করেন। দেশে র্যাবের কোন প্রয়োজন নেই। তিনি বলেন, দেশে পুলিশ বাহিনী রয়েছে। পুলিশকে প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত করতে হবে। অবিলম্বে র্যাবকে বাতিল করতে হবে। এ সময় যারা গুম হয়েছে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি। খালেদা জিয়া অভিযোগ করে বলেন, সুমনসহ বিএনপি নেতাকর্মীদেরকে যারা বাড়িতে এসে ধরে নিয়ে গেছে তাদের পরনে ছিল র্যাবের কালো পোশাক। এরা র্যাব-১ এর লোক। যেভাবে রাতের আঁধারে তাদেরকে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে তা র্যাবের লোক ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইনুল ইসলাম চঞ্চল, ভারপ্রাপ্ত সম্পাদক কুতুব উদ্দিনসহ মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে গতরাত ৮টায় রাজধানীর নাখালপাড়ার শাহীনবাগে সুমনের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তিনি সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের সান্তনা জানান।