বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনের রিটানিং কর্মকর্তার (ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা) নির্মল চন্দ্র বণিক। নির্বাচনে ১৫টি পদে ৩৩জন প্রার্থীর মধ্যে তাদের প্রতিক বরাদ্ধ দেয়া হয়।
সভাপতি পদে-হাজী মবশ্বির আলী (দেয়াল ঘড়ি) প্রতিক পেয়েছেন, ময়না মিয়া (চেয়ার) প্রতিক পেয়েছেন, আবদুস শহিদ (আনারস) প্রতিক পেয়েছেন, শামিম আহমদ (ছাতা) প্রতিক পেয়েছেন।
সহ-সভাপতি পদে মতছির আলী (কাপপিরিচ) প্রতিক পেয়েছেন, নূর মিয়া (বাইসাইকেল) প্রতিক পেয়েছেন, হারুনুর রশিদ (কলস) প্রতিক পেয়েছেন, আমির আলী (তালা) প্রতিক পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে আবদুস সবুর (আম) প্রতিক পেয়েছেন, কবির উদ্দিন (মাছ) প্রতিক পেয়েছেন, রাসেল আলী (হরিণ) প্রতিক পেয়েছেন, হাসমত আলী (বল) প্রতিক পেয়েছেন, শেখ জামাল উদ্দিন (চাকা) প্রতিক পেয়েছেন,সহ-সাধারণ পদে আবদুস সালাম (গরুরগাড়ী) প্রতিক পেয়েছেন, নূরুল হক (উড়োজাহাজ) প্রতিক পেয়েছেন, অর্থ সম্পাদক পদে জহির আলী (গোলাপফুল) প্রতিক পেয়েছেন, সুহেল আহমদ (ফ্যান) প্রতিক পেয়েছেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে নাজমুল ইসলাম (মই) প্রতিক পেয়েছেন, জাহাঙীর আলম কবির ( টিয়াপাখি) প্রতিক পেয়েছেন, রুহেল আলী ( ঘুড়ি) প্রতিক পেয়েছেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে শামিম আহমদ সেবুল (আম) প্রতিক পেয়েছেন, জিয়াউর রহমান (হারিকেল) প্রতিক পেয়েছেন, কমিশনার পদে ১নং ওর্য়াডে এমদাদ হোসেন নাঈম (খেজুর গাছ) প্রতিক পেয়েছেন, বিলাল আহমদ (পজাপতি) প্রতিক পেয়েছেন, আবদুল মতিন (সেলাই মেশিন) প্রতিক পেয়েছেন, ২নং ওয়ার্ড কমিশনার পদে সুন্দর আলী রুহেল (বালতি) প্রতিক পেয়েছেন, জয়নাল মিয়া (সেলাই মেশিন) প্রতিক পেয়েছেন, আশক আলী ( খেজুরগাছ) প্রতিক পেয়েছেন, সেবুল মিয়া (পজাপতি) প্রতিক পেয়েছেন, ৩নং ওয়ার্ড কমিশনার পদে আবদুল মতিন (খেজুরগাছ) প্রতিক পেয়েছেন,গিয়াস উদ্দিন (পজাপতি) প্রতিক পেয়েছেন, ইমরান আলী (বালতি) প্রতিক পেয়েছেন, বাদশা মিয়া (কাছি) প্রতিক পেয়েছেন।
প্রসঙ্গত, গত বুধবার বিশ্বনাথে উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে ১৫টি পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন এবং অন্য জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।