গাড়ি ভাংচুর মামলা : বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জসিট দাখিল
তজম্মুল আলী রাজু: বিশ্বনাথে গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীকে আসামী করে গত ৩১ মে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক ছায়েদুর রহমান।
অভিযোগপত্রে আসামীরা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল, ফারুক মিয়া, আলতাব আলী, জামায়াত নেতা বশিরউদ্দিন, যুবদল নেতা সেলিম, আফিজ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুল ইসলাম, ছাত্রদল নেতা শাহজাহান, মাসুক মিয়া, তজম্মুল আলী, লিয়াকত আলী, আলাউদ্দিন, মানিক মিয়া উরফে কালা মানিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কদর আলী, যুবদল নেতা নাছিরউদ্দিন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর বিশ্বনাথ উপজেলা সদরের ১৮ দলীয় ঐক্য জোট অবরোধের সমর্থনে উপজেলা সদরে মিছিল বের করে। মিছিলকারীরা স্থানীয় ‘বাসিয়া সেতুর’ সামনে গিয়ে জগন্নাথপুরগামী যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, টেম্পু, অটোরিসকাসহ ৫টি গাড়ি ভাংচুর করেছে।
এঘটনায় থানার এসআই শামীম আকনজি বাদি হয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে থানা মামলা দায়ের করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন আদালতে অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেন।