বিশ্বনাথে পরিবহন ধর্মঘটে সর্বসাধারণ সীমাহীন দুর্ভোগ
শাহ্ তোফাজ্জুল হোসেন ভান্ডারী বিশ্বনাথ প্রতিনিধিঃ গতকাল ১১ নভেম্বর সারাদেশে পরিবহন ধর্মঘট চলাকালে সিলেটের বিশ্বনাথে সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ভোগান্তির স্বীকার হন। অফিস-আদালতের কর্মচারী, স্কুল-কলেজগামী যাত্রীসহ সর্বসাধারণ সীমাহীন দুর্ভোগ পোহান।
এলাকার বিভিন্ন স্থানে লোকজনকে যানবাহনের জন্য জটলা বেধে থাকতে দেখা যায়। কেউ কেউ রিকশা ও অন্যান্য ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে গন্তম্বে পৌঁছতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। এ রকম ঘন ঘন হরতাল, ধর্মঘট, অবরোদে লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রসাশনসহ সংশ্লিটদের এ ব্যাপারে বিবেচনা করা উচিৎ।