সেভেন মার্ডারের হোতা নূর হোসেন সিলেটে গ্রেফতার !
সুরমা টাইমস ডেস্কঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেন গ্রেফতার হয়েছে বলে গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার বিকাল থেকেই এ গুঞ্জন ছড়াতে থাকে যে, ‘বুধবার সন্ধ্যায় নূর হোসেনকে সিলেট এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের মাধ্যমে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে একটি বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।’
তবে, সিলেটের র্যাব ও পুলিশ কর্মকর্তারা নুর হোসেনকে গ্রেফতার বা আটকরে খবর অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ‘খবরটি সঠিক নয়। সিলেটে এ ধরনের কাউকে গ্রেফতারের কোনো খবর নেই।’
র্যাব-৯’র অধিনায়ক কমান্ডার এম রাশেদ সাত্তার বলেন, সিলেট নূর হোসেন নামে কাউকে গ্রেফতার করেনি র্যাব।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘নূর হোসেন আটক হওয়াটা পুলিশ বাহিনীর জন্য সুখবর। তাকে আটক করা হলে আমরাই (পুলিশ) সাংবাদিকদের জানাব।’
২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার অপহরণের পরপরই নূর হোসেন হাওয়ায় মিলিয়ে যান।