হাকালুকি থেকে মা মাছ নিধন থেকে বিরত থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

Nahidসুরমা টাইমস রিপোর্টঃ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের মাধ্যমে হাকালুকি হাওরের জীব বৈচিত্র রক্ষার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর বাজারে ২০ লাখ টাকা ব্যয়ে হাকালুকি হাওরের গুজিবিল পুন:খনন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন- বছরের নির্ধারিত কয়েকটি মাসে মা মাছ নিধন থেকে জেলেরা বিরত থাকতে সরকার মৎস্যজীবিদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। মাছের প্রজনন বাড়ানো হলে দেশীয় মাছ বিলুপ্ত হবে না।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক এএসএম রাশেদুল হক, হাওর অঞ্চলে মৎস্যচাষ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক তপন কুমার পাল ও সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার ও মৎস্যজীবি নুরুল ইসলাম এবং উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। পরে মাছের আবাসস্থল ও হাওর অঞ্চলের মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে হাকালুকি হাওরের জীব বৈচিত্র রক্ষায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়।