নগরীতে জামায়াত-শিবিরের তাণ্ডব : প্রাইভেট কারে আগুন
সুরমা টাইমস ডেস্কঃ নগরীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। এসময় একটি প্রাইভেট কারে আগুন দেয় তারা। ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন শেষে বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ২০/২৫টি যানবাহন ভাঙচুর করে ও একটি প্রাইভেট কারে আগুন দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর সুবিদবাজারে ১০টি মোটরসাইকেলে জামায়াত-শিবির নেতা-কর্মীরা মিছিল বের করে। মিছিলটি ওই এলাকার সাগরদিঘীরপাড় মোড়ে এসে অন্তত ২৫/৩০টি যানবাহন ভাঙচুর করে। এসময় একটি প্রাইভেট কারেও আগুন ধরিয়ে দেয় মিছিলকারীরা। একই সময়ে নগরীর চৌহাট্টায় জামায়াত-শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় হরতাল সমর্থকদের ইটের আঘাতে এক অটোরিকশা চালক আহত হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিশৃঙ্খলাকারীদের আটকে পুলিশ অভিযা্ন চালাচ্ছে।