পতাকা বৈঠকের পরও সীমান্তে আটককৃত বাংলাদেশীকে ফেরত দেয়নি বিএসএফ

BGB BSFসুরমা টাইমস ডেস্কঃ নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে পতাকা বৈঠকের পরও আটককৃত ওমর আলী (৪০) নামে এক বাংলাদেশীকে ফেরত দেয়নি বিএসএফ। আটককৃত ওমর আলী পোরশা উপজেলার নীতপুর দিয়ারাপাড়া গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে।
এ বিষয়ে নীতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হারুন অর রশিদ জানান, গত মঙ্গলবার বিকালে নীতপুর সীমান্ত সংলগ্ন ভারতের শীতলগাছী নামক বিলে মাছ ধরতে যায় ওমর আলী। এ সময় ভারতের হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিলে মাছ ধরার সময় তাকে ধরে নিয়ে যায়।
এ ঘটনার পর সন্ধ্যায় তাকে ফেরত চেয়ে চিঠি দেয়া হয়। এরপর গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীতপুর সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নীতপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ ও ৩১ বিএসএফ-ই কোম্পানী কমান্ডার পিটিসিং সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে বিএসএফ জানায়, অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় সীমানায় শীতলগাছী নামক বিলে মাছ শিকারের অভিযোগে তাকে সে দেশের হবিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।