২২ মহাসড়কে অটো চলাচল নিষিদ্ধ

অটোসুরমা টাইমস ডেস্কঃ সারাদেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনারোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জাতীয় মহাসড়কগুলোতে সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে। এখন থেকে ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।’ অবিলম্বে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে গত ১ আগস্ট থেকে সারাদেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর থেকে পরিবহন শ্রমিকদের আপত্তি ও বিক্ষোভের পর ২২টি জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ বলে জানান মন্ত্রী।
গত কয়েক দিনে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা অনেক কমেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে যেসব সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, সেসব মহাসড়কের পাশে ধীরগতির যানবাহন চলাচলে বাইলেন নির্মাণ করা হবে।’
যেসব সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবেঃ

  1. জাতীয় মহাসড়ক এন-১—কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার)।
  2. এন ২—কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস।
  3. এন ৩—জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট।
  4. এন ৪—জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর।
  5. এন ৫—আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা।
  6. এন ৬—কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর।
  7. এন ৭—দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা।
  8. এন ৮—তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী।
  9. এন ১০২—ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল।
  10. এন ১০৫—মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস)।
  11. এন ৪০৫—এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল।
  12. এন ৫০২—বগুড়া-নাটোর।
  13. এন ৫০৬—রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম।
  14. এন ৫০৭—হাটিকুমরুল-বনপাড়া।
  15. এন ৫০৯—বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী।
  16. এন ৫৪০—নবীনগর-ইপিজেড-চন্দ্রা।
  17. এন ৭০২—যশোর-মাগুরা।
  18. এন ৭০৪—ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশোরিয়া।
  19. এন ৭০৬—চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল।
  20. এন ৮০৪ ও ৮০৮—ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়।
  21. এন ৮০৫—ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া এবং
  22. এন ৮০৬—ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।