কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন দুদু

Shamsuzzaman-Duduসুরমা টাইমস ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুর সোয়া ১২টায় তিনি কারাগারের পার্ট-২ থেকে জামিনে মুক্তি লাভ করেন।
কারাগার সূত্র জানায়, নাশকতার মামলায় গত ১১ জানুয়ারি গ্রেপ্তার হন শামসুজ্জামান দুদু। এরপর তার বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। সপ্তাহ খানেক আগে এসব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। কিন্তু রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ে জামিন স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ দুদুর হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। পরে আর কোন মামলায় তার আটকাদেশ না থাকায় জামিনে মুক্তি পান দুদু। এ সময় কারাফটকে তার স্ত্রী ও মেয়ে উপস্থিত থেকে তাকে বরণ করে নেন।
কাশিমপুর কারাগারের পার্ট-২ এর জেলার নাসির আহমেদ দুদুর মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তি পাওয়ার পর শামসুজ্জামান দুদু ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।