নবীগঞ্জ সদর ইউনিয়নে জুয়া তাস ও ঘাপলা খেলা বন্ধে পুলিশের সহযোগীতা কামনা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ সদর ৮ নং ইউনিয়নের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে কানাইপুরস্থ ইউপি কার্য্যালয়ে ইউনিয়ন আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্টিত হয়। ইউপি চেয়ারম্যান হাজ্বী মোক্তাদির চৌধুরীর সভাপতিত্বে এবং ইউপি সচিব আইনুল হক জুয়েলের পরিচালনায় এতে আলোচনা করেন,নুর মিয়া চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,এ এস আই মোঃ আব্দুর রহিম,ইউপি সদস্য শেখ আব্দুল হাকিম,ইউপি সদস্য জিল্লুর রহমান,ইউপি সদস্য মোঃ ইসমত মিয়া,মোঃ এনাম উদ্দিন,ইমান আলী তালুকদার,ইউপি সদস্যা শাহেনা বেগম,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোপেশ দাশ,সামাদুল হক চৌধুরী,কাজী আমির উদ্দিন,মা-মনি ফিল্ড অফিসার মামুন মিয়া,আবু তাহের,মালেক খাঁন,ইউনিয়ন সমাজকর্মী সবিতা রানী দাশ,পরিবার কল্যান পরিদর্শিকা রাবেয়া খাতুন,পরিবার কল্যান সহকারী গীতা রানী গোপ,মোঃ ওয়ালিদ মিয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রশিদ লাবু প্রমূখ। সভায় শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন নুর উদ্দিন এবং গীতা পাঠ করেন প্রভাষক উত্তম কুমার পার হিমেল।সভায় ইউনিয়নের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখায় জুয়া,তাস ও ঘাপলা খেলা বন্ধের জন্য পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করা হয়। পরে ইউনিয়নের আগামী ২ মাসের উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়।