সিলেটে ১৭টি পাসপোর্ট ও ১২টি ভুয়া ভিসাসহ জালিয়াত আটক
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিন সুরমা এলাকার লক্ষীপুর গ্রাম থেকে পাসপোর্ট জালিয়াত চক্রের সদস্য মোহাম্মদ আলীকে (৪৬) আটক করেছে র্যাব-৯। শনিবার গভীর রাতে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর মেজর এএম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আলী লক্ষীপুরের মৃত ইসহাক আলীর ছেলে। তার কাছ থেকে ১৬টি বাংলাদেশি পাসপোর্ট, একটি ব্রিটিশ জাল পাসপোর্ট, বিভিন্ন দেশের ১২টি ভুয়া ভিসা ও বেশকিছু কাগজপত্র জব্দ করেছে র্যাব।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৯ এর সহকারি পরিচালক এএসপি মাঈন উদ্দিন। তিনি জানান, পাসপোর্ট জালিয়াত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব তৎপর রয়েছে।