সিলেট ওয়েল্ডিং ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানীর ৩৩তম রপ্তানী শিপমেন্ট অনুষ্টিত
খাদিম বিসিক শিল্পনগরীতে প্রবাসী অর্থায়নে স্থাপিত সিলেট ওয়েল্ডিং ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানীর ৩৩তম রপ্তানী শিপমেন্ট গত ১লা মে বৃহস্পতিবার সু-সম্পন্ন করেছে। বর্তমানে এই শিপমেন্টে সম্পূর্ন বাংরাদেশী প্রযুক্তিতে চাইনিজ কুকার তৈরী করে ইউরোপের বাজারে বাজারজাত করানোর জন্য রপ্তানী করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত বিভিন্ন সাইজের কুকার তান্দুর অভেন সহ বিভিন্ন ধরনের কিচেন ইক্যুইমেন্ট সামগ্রী এই ৩৩ তম শিপমেন্টে রয়েছে। প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক কয়ছর আহমদ সি. আই. পি যুক্তরাজ্য থেকে এক বার্তায় জানান, বর্তমান সিলেট বিভাগ হইতে হালকা প্রকৈাশল সেক্টরে একক প্রতিষ্টান হিসেবে ইঞ্জিনিয়ারিং পণ্য যুক্তরাজ্যে রপ্তানী করা হচ্ছে। নৃত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে বাহারি ধরনের কিচেন ইক্যুইমেন্ট তৈরীতে যুক্তরাজ্যে বর্তমানে এই প্রতিষ্টানের পণ্য জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এ থেকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভুমিকা রাখছে। ইংল্যান্ডে রেস্টোরেন্ট গুলোতে এই প্রতিষ্টানের উৎপাদিত পণ্য ১৯৯২ সাল থেকে আস্তার সাথে ব্যবহিত হয়ে আসছে। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের নৃত্য নতুন পণ্য তৈরী সক্ষমতা এই কোম্পানীর রয়েছে। ব্রিটিশ গ্যাস কুকার সিলেট ওয়েল্ডি কোঃ এই কিচেন ইক্যুইমেন্ট ব্রিাটশ প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে প্রস্তুত করে থাকে। আগামীতে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে সিলেট ওয়েল্ডি কোম্পানীর কিচেন ইক্যুইমেন্ট রপ্তানী করে বাংরাদেশের অর্থনীতিতে আরও ব্যাপক অবদান রাখা সহ দেশের সম্মান বয়ে আনবে। তিনি জানান, ইউরোপীও স্ট্যান্ডার অনুযায়ী বাংলাদেশের সিলেটে তৈরী পণ্য আস্তার সাথে ব্যবহার করার জন্য যুক্তরাজ্য সহ ইউরোপের সকল গ্রাহকের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন। ৩৩তম শিপমেন্ট অনুষ্টানে উপস্থিত ছিলেন, কোম্পানীর ব্যবস্থাপক জাহেদ আহমদ, সহ ব্যবস্থাপক মনিরুল হক, নুরুল ইসলাম, আব্দুল জলিল, রাজু আহমদ সহ প্রতিষ্টানের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। বিজ্ঞপ্তি