মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের প্যানেল পরিচিত গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। মির্জা জামাল পাশা ইউনিট কমান্ডার, মাসুদ-এ-এলাহি ডেপুটি ইউনিট কমান্ডার, মো. সামছ উদ্দিন ডেপুটি ইউনিট কমান্ডার, এস এম নাজিম উদ্দিন সহকারী ইউনিয়ন কমান্ডার (সাংগঠনিক), শওকত আলী সহকারী ইউনিট কমান্ডার (প্রচার), ক্যাপ্টেন তাহের আলী (অব.) বীর বিক্রম সহকারী ইউনিট কমান্ডার (তথ্য ও গবেষনা), নায়েব সুবেদার (অব.) সাঈদ আহমদ চৌধুরী সহকারী ইউনিট কমান্ডার (অর্থ), মো. সামসুল হক সহকারী ইউনিট কমান্ডার (সাহিত্য ও সংস্কৃতি), সৈয়দ আব্দুল বাসিত সহকারী ইউনিট কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যান), ফয়জুর রহমান বাটুল সহকারী ইউনিট কমান্ডার (শ্রম ও জনশক্তি), হাজী শমসের আলী সহকারী ইউনিট কমান্ডার (দপ্তর), কাজী নজরুল ইসলাম সহকারী ইউনিট কমান্ডার (প্রকল্প ও সমবায়) তৈয়ব আলী সহকারী ইউনিট কমান্ডার (শিক্ষা ও পাঠাগার), আব্দুল হান্নান সহকারী ইউনিট কমান্ডার (ক্রীড়া), সদস্য এম এ জলিল চেয়ারম্যান, গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও শমসের আলী। বিজ্ঞপ্তি