আজ র্যাব ৯ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী
সুরমা টাইমস ডেস্কঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার (সেপ্টেম্বর)। এ উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর পক্ষ থেকে দিনটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন রাতে সিলেট টেক্রটাইল মিলস্ কমপ্লেক্্ের এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য র্যাব-৯ এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, সন্ত্রাস, জঙ্গী দমন মাদক নির্মূলের লক্ষ্যে বিভিন্ন বাহিনীর চৌক্ষস সদস্যদের নিয়ে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর এলিড ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ প্রতিষ্ঠা করা হয়। এই বাহিনী সিলেট অঞ্চলে জঙ্গী ও সন্ত্রাস দমনে বিরাট ভূমিকা পালন করে। বিশেষ করে ২০০৬ সালে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, বাঙলা ভাইসহ দেশ কাঁপানো জঙ্গীদের গ্রেপ্তার করে র্যাব ৯ বিশ্বব্যাপী সুনাম অর্জন করে। এছাড়া চলতি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা হবিগঞ্জের সাতছড়ি গহিন অরণ্য থেকে বিপুল পরিমান অত্যাধুনিক গোলাবারুদ উদ্ধার করে। যা দেশের ইতিহাসে সীমান্ত এলাকায় বড়ধরণের সফল অভিযান হিসেবে ভারত-বাংলাদেশ সরকারের প্রশংসা কুড়ায়। আরও বেশ কিছু সফলতার পালক অর্জন করেছে এই বিশেষায়িত বাহিনী।