কিবরিয়া হত্যার চার্জ গঠন আজ

shah sm kibriaসুরমা টাইমস ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ আজ রোববার গঠন করা হচ্ছে। অসুস্থ সিসিক (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরীসহ সকল আসামির উপস্থিতিতে এই চার্জ গঠন হবে। আজ রবিবার চার্জ গঠন উপলক্ষে মেয়র আরিফকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিলেট কারা সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলার সকল আসামীকে একে এক কারাগারে আনা হচ্ছে। কিবরিয়া হত্যার অন্য আসামিরা সিলেট কারাগারেই আছেন। আরিফুল হক, লুৎফুজ্জামান বাবর ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নানকে সিলেটে আনা হচ্ছে। সকল আসামিদের উপস্থিতিতে আলোচিত কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে।
আদালত সূত্র জানায়, পর পর আট বার কিবরিয়া হত্যার চার্জ গঠনের তারিখ পিছিয়েছে। আজ রবিবার ৬ সেপ্টেম্বর আবারো নির্ধারণ করা চার্জ গঠনের তারিখ। সিসিক মেয়র আরিফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও এ মামলায় সাবেক, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গৌছ, হুজি নেতা মুফতি হান্নান, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।