পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ২ ভাইকে অপহরণ
সুরমা টাইমস ডেস্কঃ পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর গ্রাম থেকে দুই ভাইকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন- ওই গ্রামের মাধব চন্দ্র মন্ডলের দুই ছেলে কেদারী মন্ডল ও দীল মোহন মন্ডল। সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান মিন্টু জানান, সোমবার ভোরে কয়েকজন ব্যক্তি কেদারী মন্ডলের বাড়িতে যায়।এসময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার নির্দেশ দেয়। পরে তাদের দুই ভাইকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।
অপহৃত পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই তোফায়েল বলেন, ‘কালিয়াকৈর থানার লোক পরিচয় দিয়ে তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেনি। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।