পাঠানটুলা জামেয়ায় নতুন কক্ষ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালালা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার নতুন কক্ষ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর সুবিদ বাজরস্থ লাভলী রোডের নির্ঝর-২ এর মরহুম আব্দুল মোমিত চৌধুরী ও সায়মা চৌধুরী‘র নামে উৎসর্গকৃত এই কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমদ্বয়ের ছেলে ফয়সল আহমদ চৌধুরী। দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ও জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বারাকাত উল্লাহ ইলেট্রো ডায়নামিক লিমিটেড ও দি রয়েল সিটি‘র চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে জামেয়ার সমৃদ্ধি কামনা করে আগামী দিনেও জামেয়ার অগ্রজাত্রায় তিনি ও তার পরিবার শরীক হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জামেয়ার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী স্বাগত বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মরহুম আব্দুল মোমিত চৌধুরীর পরিবার জামেয়ার অগ্রগতি ও উন্নতিতে অবদান রেখে গেছেন। তিনি তাদের এই অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে এক বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারাকাত উল্লাহ ইলেট্রোর ডিএমডি ও আব্দুল মোমিত চৌধুরীর দ্বিতীয় ছেলে ফাহিম আহমদ চৌধুরী, জামেয়ার প্রধান মুহাদ্দিস মাওলানা ইসহাক আল মাদানি, সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মাওলানা আলা উদ্দিন, প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামেয়ার ছাত্র ইসহাক আহমদ, হামদে বারি তায়ালা পেশ করেন জামেয়ার আলিম ২য় বর্ষের ছাত্র রায়হান আহমদ।ফয়সল আহমদ চৌধুরী চার লক্ষ টাকা ব্যয়ে জামেয়ার একাডেমিক ভবনের একটি কক্ষ তার পিতা মাতার আত্মার মাগফেরাতের জন্য উৎসর্গ করেন। বিজ্ঞপ্তি