মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে

ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিলে এডভোকেট জুবায়ের

Islamic Law Years Sylhet  Iftar Photo -01-07-15বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আলকোরআন নাযিলের এই মাসে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। মনে রাখতে হবে এই জীবনই শেষ জীবন নয়, মৃত্যুর পরও দীর্ঘ একটি জীবন রয়েছে। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির স্বার্থেই ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারের কাজে সকলের মনোনিবেশ করা উচিত।
র যে অধিকার দিয়েছে তা রক্ষায় শ্রমিক সমাজের সময়োপযোগি কর্মসুচী অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল বুধবার বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট আলিম উদ্দিনের পরিচালনায় সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম শামিউল আলম, সাধারন সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক মোস্তফা দেলোয়ার আল-আজহার, সাবেক Untitled-1 copyসভাপতি এডভোকেট জামিলুল হক, সাবেক সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমদ, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ। এডভোকেট হাফিজ উদ্দিন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট ছাদ উদ্দিন, এডভোকেট আবুল খায়ের হেলাল, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট আবুল কালাম, এডভোকেট আব্দুর রব, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মহিউদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস তাই পবিত্র এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবিদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয় বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ সুগম হবে। বিজ্ঞপ্তি