আওয়ামী উলামা লীগ সিলেট জেলা ও মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট জেলা আওয়ামী লীগের তিন প্রবীণ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নজর এডভোকেট, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুস জহির চৌধুরী সুফিয়ানের রোগমুক্তি কামনা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমানের বড়ভাই আতাউর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ ও মাগফিরাত কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী উলামা লীগ শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা নগরীর সুবহানীঘাটস্থ ইব্রাহিম স্মৃতি সংসদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বাংলাদেশ আওয়ামী উলামালীগ সিলেট জেলার সভাপতি ক্বারী শেখ মো: আল-আমীন সংগ্রামীর সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি কে এইচ এম আফজল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ মোসাহিদ আলী, বিশেষ আলোচনা রাখেন, সিলেট মহানর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. সিরাজ বক্স। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক , হাজী মোহাম্মদ রইছ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকট মো. আনোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দীন, বাংলাদেশ আওয়ামী উলামালীগ সিলেট মহানগরের সভাপতি ডা. মো. ফখরুল ইসলাম, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট মহানগর যুবলীগ নেতা জনাব তৌফিক বক্স রিপন, বিশিষ্ট সাংবাদিক জনাব আকাশ চৌধুরী, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব লুৎফুর রহমান, ছাত্রলীগ মদন মোহন কলেজের সভাপতি অরুন দেব নাথ সাগর।
আলোচনায় বক্তারা তিন নেতার রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা এবং মরহুম আতাউর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুজ্জামান খান, মাওলানা সালিম উদ্দিন ইকরাম, জি এম হায়দার আলী, মাওলানা গাজি মুহাম্মদ জামিল, মাওলানা আমিন নাজিম উদ্দিন, মাওলানা জমির উদ্দিন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা শাহান আহমদ, মাওলানা মুহা. আবদুল্লাহ, মাওলানা সিফত উল্লাহ, মহানগর আওয়ামী উলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আমির উদ্দিন নাইম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহতাব আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আবুল হোসেন, মাওলানা জমির উদ্দিন, হা. হাবিবুর রহমান, মাওলানা ইবরাহিম, গোয়াইনঘাট আওয়ামী উলামা লীগের সভাপতি মাওলানা জমির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান, সেক্রেটারি হা. আইয়ুব আলী, হা. শামসুদ্দিন, মাওলানা আবদুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি