সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাথে ড.এ,কে, আব্দুল মোমেন মতবিনিময় সভা

sonkorসিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে গতকাল বিকাল ৪টায় এসএমসিসিআই এর কনফারেন্স হলে জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদুত ড.এ,কে, আব্দুল মোমেনের সাথে সিলেটের ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ সভাপতিত্বে ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) সচিব মো: জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদুত ড.এ,কে, আব্দুল মোমেন। সভায় বক্তারা বলেন , সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর হতে আর্ন্তজাতিক ফাইট চালুকরন সিলেটের প্রবাসী তথা সিলেটের আপামর জনগনের প্রানের দাবী, কিন্তু বিমানের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে তা বাস্থবায়িত হচ্ছে না। বক্তারা বলেন সিলেটের জনগন অতিতেও আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবীদাওয়া আদায় করেছে। প্রয়োজনের এখনও রাজপতে আন্দোলন করবে। ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, ফুটপাত আজ হকারদের দখলে। যারা সরকারকে বিভিন্ন প্রকার ট্যাক্স ও কর দিয়ে ব্যবসা করছে তাদের দাবী হচ্ছে ফুটপাতকে অচিরে অবৈধ হকারদের হাত থেকে মুক্ত করা। ব্যবসায়ীরা এমনিতেই আজ ক্ষতিগ্রস্থ তাই আলীয়া মাদ্রাসার মাঠ সহ শহরের প্রানকেন্দ্রে যাতে কোনপ্রকার বানিজ্যমেলা আয়োজন করে যেন ব্যবসায়ীদের আর ক্ষতিগ্রস্থ করা না হয়। বক্তারা আরোও বলেন, সিলেটের পর্যটন খাতের উন্নয়ন হলে সিলেটের ব্যবসায়ীক উন্নতি সাধিত হবে এবং নতুন নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে। এর জন্য সিলেটের খনিজ সম্পদ আহরনের জন্য স্পষ্ট একটা নীতিমালা আবশ্যক। প্রধান অতিথি তার বক্তব্যে বলে, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমি দেশে এসেছি, সিলেটের ব্যবসায়ীদের সকল যৌক্তি দাবী দাওয়া আদায়ে সবসময় সচেষ্ঠ থাকব। আমাকে সময় দিতে হবে । আমি আপনাদের সকল দাবী দাওয়া ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌছাতে সহায়তা করব। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) কে তিনি ধন্যবাদ জানান আজকের এই সভা আয়োজন করার জন্য। তিনি আরোও বলেন আজকের এই মতবিনিময় সভায় উপস্থাপিত সকল দাবীই যৌক্তিক। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর সহ সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালক আব্দুল জব্বার জলিল,শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলানা খায়রুল হোসেন, হুরায়রা ইফতার হোসেন,সুমেয়াত নুরী চৌধুরী,মো: মুহিতুল বারী, মোয়াম্মীর হোসেন চৌধুরী,তাহমিন আহমদ,কাজী মকবুল হোসেন এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সকল শ্রেনীর সদস্যবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক,সিলেট গনদাবী পরিষদ,কেন্দ্রিয় কমিটি, অধ্যাপক শফিকুর রহমান । সাধারন সম্পাদক আল-হামরা ব্যবসায়ী সমিতি আব্দুর রহমান রিপন । চেয়ারম্যান,সিলেট ছাত্র ও যুবকল্যান ফেডারেশন এইচ,এম রহমান,। বিশিষ্ট ট্র্যাভেল ব্যবসায়ী সৈয়দ আব্দুল কুদ্দুছ। সভাপতি, সিলেট ট্যুারিষ্ঠ কাব হুমায়ুন কবির লিটন । সেক্রেটারী, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি কিবরিয়া হোসেন নিঝুমসাধারন সম্পাদক,শিবগঞ্জ বাজার সমিতি।মো: মুরাদ আহমদ। সাধারন সম্পাদক, সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদ তুরন মিয়া। যুগ্ম মহাসচিব,বাংলাদেশ দোকান মালিক সমিতি মো: মতছির আলী। সদস্য সচিব,সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষন পরিষদ,মো: এহসানুল হক তাহের।প্রতিষ্টাতা ও পরিচালক,এনআইসিএএস,কানাডা, কয়েছ আহমদ। উপদেষ্টা,সিলেট জেলা আওয়ামীলীগ,এস,এম নুনু মিয়া।বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতির সিলেট জেলা সভাপতি,মো: মাহবুবুল আলম মিলন। ম্যানেজিং ডাইরেক্টর, এক্সেল টাওয়ার খলিলুর রহমান । সভাপতি, জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিস, মো: হিজকিল গুলজার এবং বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,সুশিল সমাজের প্রতিনিধি। এছাড়াও বিশিষ্ঠ ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।