কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামানের বদলি : নতুন ওসু সুহেল
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। কোতোয়ালি থানা থেকে তাকে বদলি করে মহানগর গোয়েন্দা পুলিশে নেয়া হয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন মো. সুহেল আহমদ। এর আগে তিনি মহানগর পুলিশের আওতাধীন জালালাবাদ থানার ওসি (তদন্ত) এর দায়িত্ব পালন করছিলেন।
মহানগর পুলিশের পক্ষ থেকে ওসি আসাদুজ্জামানের বদলি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া বলে দাবি করা হয়েছে। আসাদুজ্জামানকে মহানগর গোয়েন্দা পুলিশে বদলি এবং তার স্থলে সুহেল আহমদকে দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ। তবে এ সংক্রান্ত কাগজপত্র তিনি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, কোতোয়ালি থানার আলোচিত ওসি আতাউর রহমান বরখাস্ত হওয়ার পর এ থানার ওসি হিসেবে দায়িত্ব পান আসাদুজ্জামান।