সিগারেট ফুঁকা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপেরসংঘর্ষ, আটক এক

chhatroleageসুরমা টাইমস ডেস্কঃ নগরীর লামাবাজারে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।এসময় পুলিশ মারুফ নামের ছাত্রলীগের এককর্মীকে আটক করেছে। তার বাসা খাসদবীরে। সে মদন মোহন কলেজের শিক্ষার্থী।
জানা যায়, ছাত্রলীগকর্মী মারুফ মদন মোহন কলেজ সংলগ্ন এডভোকেট দিলিপের বাসার সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলেন। এসময় এডভোকেট দিলিপের ছেলে বের হয়ে বাসার সামনে দাঁড়িয়ে সিগারেট না ফুঁকতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এডভোকেট দিলিপের ছেলের পক্ষ নেন মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা আবদুল মোমিন। কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি।
খবর পেয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা ছুটে আসলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছাত্রলীগকর্মী মারুফকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াছি দিনার বলেন,কলেজের বাইরে কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।