বালাগঞ্জ প্রতিনিধি: ওসমানীনগরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক বদিউজ্জামান (২৫) নিহত হয়েছেন। তিনি যশোর জেলার বাগরপাড়া থানার শের আলীর ছেলে। গত শুক্রবার গভীর রাতে সিলেট-ঢাকা মহাসড়কের কলারাই (১৯মাইল) নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, কলারাই (১৯মাইল) নামক স্থানে রাত আড়াইটার দিকে পাথর বোঝাই ঢাকাগামী ট্রাক ঢাকা মেট্টো- ট-১১-৮৩৮৫ গাড়িটি সিলেটগামী ট্রাক ঢাকা মেট্টো-ট-১৮-০৯৯৯ গাড়ির দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুই ট্রাকের চালক গুরুতর আহত হয়। তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা চালকদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বদিউজ্জামান মারা যান। অপর আহত চালকের নাম জানা সম্ভব হয়নি।