সুনামগঞ্জে এসএসসিতে পাশের হার ৮৭.০৮

Bappi DidiSylhet-Education-Boardসুনামগঞ্জ : এ বছর সুনামগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) পরীক্ষায় মোট ১৩ হাজার ৪৯৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ৭৫৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ হাজার ৫০৬ এবং ছাত্রী ৭ হাজার ৮৩৭ জন ছাত্র। মোট জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। এদের মধ্যে ছাত্র ১৪৪ এবং ছাত্রী ১৪৩জন। সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট বিভাগের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে ১৬তম স্থান করে নিয়েছে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৯১জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৮৭জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭জন।
জেলা শিক্ষা অফিসার মোঃ গোলজার আহমদ খান বলেন, সুনামগঞ্জ ভাটি এলাকা। এই বঞ্চিত জনপদেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অবকাঠামোগত সংকট রয়েছে। বিশেষ করে বিজ্ঞানের বিষয়গুলোর শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা অনেকসময়ই ভাল ফল করতে পারছে না। এসব ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজর দেয়া জরুরী। আর নানা প্রতিক’লতার পরো শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা নিয়ে আমরা শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।