নারায়ণগঞ্জে সাত খুন মামলা : ১৩ আসামির জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ আদালত থেকে বের হওয়ার পর নূর হোসেনের মুখে হাসি! উত্তেজিত জনতার জুতা প্রদর্শন
নারায়ণগঞ্জ আদালত থেকে বের হওয়ার পর নূর হোসেনের মুখে হাসি! উত্তেজিত জনতার জুতা প্রদর্শন

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে তোলা হয়েছিল। আসামি তারেক সাঈদসহ ১৩ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এদিকে সকাল ১১টার পর আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় জজ আদালতে অভিযোগপত্র শুনানির (চার্জ গঠন) জন্য আসামিদের জজ কোর্টে নেওয়া হয়। সেখানে চার্জ গঠনের প্রাথমিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন জেলা দায়রা জজ আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয়। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১১ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে ধার্য করা হয়েছে। এর আগে সকালে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ গ্রেপ্তার ২৩ আসামিকে কঠোর পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে সাত খুনের মধ্যে ২ হত্যা মামলায় প্রথমবার আদালতে হাজির করা হয়েছে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে। এ উপলক্ষে পুরো আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।