মৌলভীবাজারের এসএসসিতে পাসের হার ৮৮.৯৯ : জিপিএ ৫ পেয়েছে ৭৫৬ জন

সিলেট বোর্ডে ২য় স্থান অধিকার করেছে মৌলভীবাজার জেলা

birds Residencial school. jpgমৌলভীবাজার প্রতিনিধি, নুরুল ইসলাম শেফুল, ১৭ মে: মৌলভীবাজারের এস এস সিতে পাসের হার ৮৮.৯৯। সারা জেলায় ১৫ হাজার ৪শত ৮৩ জন পরিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭ শত ৭৯ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭শত ৫৬ জনে। সিলেট বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল ১০ তম, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল ১২ তম, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১৩ তম, রাজনগর আইডিয়েল স্কুল ১৭ তম ও মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ১৯ তম স্থান অধিকার করেছে। সিলেট বোর্ডের মধ্যে মৌলভীবাজার জেলা ২য় স্থান অধিকার করেছে। ১ম হয়েছে সিলেট জেলা, ৩য় হবিগঞ্জ ও ৪র্থ হয়েছে সুনামগঞ্জ জেলা।