অস্ট্রেলীয় বিমান ছিনতাইয়ের চেষ্টা : বালিতে জরুরী অবতরণ
সুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়াগামী একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে এক যাত্রী। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। পরে বিমানটি সফলভাবে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবতরণ করেছে। খবর: বিবিসি’র। অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ভারজিন এয়ারক্রাফটের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশে আসছিল। এ সময় এক যাত্রী ককপিটে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।
বিমানের পাইলট ইন্দোনেশিয়ান টেলিভিশনকে বলেন, একজন যাত্রী বিমানের ককপিটে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরক্ষণেই তাকে আটক করা হয়েছে। ছিনতাই চেষ্টার বিষয়টি স্থানীয় মেট্রো টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, যাত্রীবাহী বিমানটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উদ্দেশে রওনা হয়। বিমানে থাকা এক যাত্রী ককপিটে প্রবেশ করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তবে তাকে আটক করা হয়েছে। তবে ভারজিন কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ান টিভির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওই যাত্রী মাতাল ছিলেন। তিনি বিমান ছিনতাইয়ের কোন চেষ্টা করেননি।