জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে হাফিজ মজুমদার
শিক্ষার উন্নয়নই হচ্ছে আমার জীবনের লক্ষ্য
গতকাল শুক্রবার জৈন্তাপুরে ‘জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল’-এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, পূবালী ব্যাংক লিমিটেড ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার তার বক্তব্যে বলেন, জৈন্তাপুর ‘জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল’র মাধ্যমে সিলেটের প্রত্যন্ত জনপদ জৈন্তাপুর সারা দেশকে শিক্ষার আলোয় আলোকিত করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, প্রায় ৫০ একর ভূমির উপর শত কোটি টাকা ব্যয়ে ‘জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল’ প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, উন্নত বিশ্বে বাংলাদেশকে তুলেধরতে শিক্ষার কোন বিকল্প নেই, বাংলাদেশের প্রথম বেসরকারি উদ্যোগে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ পিপি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি সাফওয়ান চৌধুরী, প্রকৌশলী শাহ্রিয়ার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি শাহ্ জামান চৌধুরী বাহার, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী এডভোকেট, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেন্দ্রিয় যুবলীগ নেতা এডভোকেট আবক্ষাস উদ্দিন, জকিগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, সমাজসেবী আহমদুল হক চৌধুরী বেলাল, ব্যাংকার খায়রুল আলম, সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, কেফায়েতুল কিবরিয়া চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি