ভোলায় চিকিৎসকের হাতে ধর্ষণের শিকার রোগিনী
সুরমা টাইমস রিপোর্টঃ অসুস্থ রোগীরা সুস্থ হওয়ার আশায় চিকিৎসকের কাছে যান ভান চিকিৎসার আশায় কিন্তু সেই চিকিৎসকি যদি হন সেবককারী রুপী নরপশু তাহলে আর কি বলার আছে। ভোলার লালমোহনে চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় লালমোহন পৌর শহরের উত্তর বাজারে সজিব মেডিকেল হলে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমোহন পৌর শহরের উত্তর বাজার এলাকার সজিব মেডিকেল হলের মালিক ডা. বাদলচন্দ্র কর্মকারের ফার্মেসীতে লালমোহন সদর ইউনিয়নের মুন্সির হাওলা গ্রামের মৃত আবুল কালামের মেয়ে ও প্রবাসী আঃ রহিমের স্ত্রী (২৩) ডা. বাদল কর্মকারের কাছে চিকিৎসা নিতে আসে। ডাঃ বাদল তাকে দোকানের পিছনের রুমে নিয়ে চিকিৎসার নাম করে জোর পূর্বক ধর্ষণ করে। মহিলার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও পাশের ব্যাবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় খবর দিলে পুলিশ বাদলকে আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনায় বাদল কর্মকারকে আসামী করে ভিকটিম লালমোহন থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং ১৬। -লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।