সুরমা লায়ন্স কাব ও হলিসিটি লায়ন্স কাবের যৌথ অভিষেক অনুষ্ঠান
সুরমা লায়ন্স কাব ও হলিসিটি লায়ন্স কাবের যৌথ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। গত শুক্রবার অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের কনভেনার লায়ন্স আসমা কামরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গভর্ণর লায়ন শফিকুল আজম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন আজিজুর রহমান আইপিডিজি, লায়ন সালাহ উদ্দিন আহমদ ভিডিজি, লায়ন মোস্তফা কামাল ভিডিজি, লায়ন সৈয়দ সিরাজুল, লায়ন মো: নুরের রহমান, লায়ন খন্দকার সিপার আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরমা লায়ন্স কাবের প্রেসিডেন্ট এডভোকেট নার্গিস সুলতানা, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন হেলেন আহমদ, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, সেক্রেটারী লায়ন আছিয়া খানম শিকদার, জয়েন্ট সেক্রেটারী লায়ন সাবিনা আনোয়ার, লায়ন আবেদা হোসেন, লায়ন শাহেদা পারভীন চৌধুরী, লায়ন নাজনীন হোসেন, লায়ন সেলিনা বাসিত চৌধুরী, লায়ন রওশন আরা চৌধুরী, লায়ন শামীমা কালাম, লায়ন কাজী এখলাছুর রহমান প্রমুখ।
পরে প্রধান অতিথি নবাগত লায়নবৃন্দকে ব্যাজ পড়িয়ে দেন এবং কাজের স্বীকৃতি স্বরূপ সুরমা লায়ন্স কাবের সভাপতি এডভোকেট নার্গিস সুলতানাকে গোল্ড মেডেল প্রদান করেন। বিজ্ঞপ্তি