খাসদবীরে মুক্তিযোদ্ধাকে কুপালো সন্ত্রাসীরা!

abdus shohid freedom fighterসুরমা টাইমস ডেস্কঃ নগরীর খাসদবীরে এক মুক্তিযোদ্ধাকে বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা।  শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় খাসদবীরের দারুসসালাম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধার নাম আবদুস শহিদ (৭২)। তিনি খাসদবীর বন্ধন জি-২৯ শাহজালাল ভিলার বাসন্দিা। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার স্ত্রী পিয়ারা শাহিন বাদি হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১ (১৫/১১/১৫)। মামলার অভিযোগ সূত্রে জানাযায়, ঘটনার সময় আহত মুক্তিযোদ্ধা আবদুস শহিদ তার বাসার ফার্নিচার নিয়ে পিকাআপ গাড়ি দিয়ে বাসায় ফেরার সময় ঘটনাস্থলে পৌছামাত্র খাসদবীর বন্ধন এফ-২৭ মৃত ইসহাক মিয়ার ছেলে ছানাই মিয়া (৩৮) ও তার সঙ্গে থাকা আরো অজ্ঞাত ২ জন সন্ত্রাসীরা পিকাআপ গাড়িটিকে বাধা প্রদান করে। এসময় আবদুস শহিদ গাড়িটি বাধা প্রদান করার কথা জিজ্ঞেস করলে ছানাই তাকে গালিগালাজ করে এবং তার উপর হামলা চালায়। এসময় ছানাইয়ের হাতে থাকা একটি রামদা দিয়ে মুক্তিযোদ্ধা আবদুস শহিদের মাথায় কুপ দেয়। অপর ২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা ইট, লাঠি দিয়ে হাতে পিঠে বেধড়ক মারপিট করে। সন্ত্রাসীরা এসময় আবদুস শহিদের সঙ্গে থাকা নগত ১০ হাজার টাকা এবং একটি স্যামসাং গ্লাক্সি এস-৪ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় যুবক মিতু, কাইয়ূম সহ কয়েকজন এগিয়ে আসলে ছানাই সহ অজ্ঞাত যুবকরা পালিয়ে যায়। পরে তারা আবদুস শহিদকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মুক্তিযোদ্ধা আবদুস শহিদ সিলেট ওসমানী হাসপাতালে ৪তলার ৪নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে এয়ার্পোট থানার ওসি মো: গৌসুল হোসেন জানান, এ ব্যাপারে মুক্তিযোদ্ধার স্ত্রী পিয়ারা শাহিন বাদি হয়ে একটি মামলা করেছেন, মামলা নং-১১ (১৫/১১/১৫)। অভিযোক্তদের পুলিশ খোঁজছে।