দেড়যুগ পর অবৈধ দখলমুক্ত হলো ছড়া

Chora Uddar Pic 09.08.2015সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর ১২ নম্বর ওয়ার্ডের গাভিয়ার খালের সংযোগ খাল ফরিদাবাদ কুয়ারপার থেকে ভিআইপি রোড হয়ে নবাব রোড পর্যন্ত ছড়ার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী। গতকাল রোববার বিকালে কুয়ারপারে উচ্ছেদ অভিযান ও খনন কাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড রকিবুল ইসলাম ঝলক, সমাজসেবী ও আস্থা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজান আজিজ চৌধুরী সুইট। মহাসচিব আবু তালেব মুরাদ, আলাউদ্দিন মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর মো. সিকন্দর আলী তার বক্তব্যে বলেন, দীর্ঘ দেড় যুগ থেকে এই সংযোগ খালটি অবৈধ দখলদাররা দখল করতে করতে এটিকে ভরাট করে ফেলে। খালের উপর অনেক অবৈধ স্থাপনা গড়ে ওঠায় কুয়ারপার, বিলপার, নবাব রোডসহ পাশ্ববর্তী ১১ নম্বর ওয়ার্ডেরও বিভিন্ন মহল্লায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই খাল খনন ও উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর আর জলাবদ্ধতা হবে না বলে আমরা আশাবাদী।