সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে পুলিশের আঙ্গুল বিচ্ছিকারী শফিকুর রহমান ওরফে ডাকাত শফিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর নয়াসড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সিলেট মেট্টোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আযম এ তথ্য নিশ্চিত করেন।
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাইক রাজ গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ডাকাত শফিক পুলিশ এ্যাসল্ট ছাড়াও একাধিক ডাকাতি মামলার পলাতক ছিল জানিয়ে ওসি বলেন- এরআগে জালালাবাদ থানা পুলিশ শফিককে ধরতে অভিযান চালায়।
ওই সময় অভিযানকারী থানার উপ সহকারি পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানের হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপ মেরে পালিয়ে যায়। এতে মাহবুবুর রহমানের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে তার বিরুদ্ধে জালালাবাদ থানার ৬(৮)২০১৩ নং মামলা দায়ের করা হয়।