দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভা : খোজারখলা লাউয়াই কাশবনের রাস্তা সংস্কারের দাবী
দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দক্ষিণ খোজারখলা লাউইয়াই কাশবনের রাস্তার সংস্কারের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম কামাল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুব সংগঠক শাহেদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব সংগঠক মল্লিকুর রহমান মল্লিক, মুহিবুর রহমান, শাহ আলম, কাজী নজরুল ইসলাম, খলিলুর রহমান খলিল, হাজী শাহিনুর রহমান, জাহাঙ্গীর খান, আবুল কালাম আজাদ, মিলন খান, বিপলু আহমদ, আব্দুস সামাদ শাহিন, মোঃ নুর মিয়া, জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দক্ষিণ খোজারখলা উত্তর লাউয়াই কাশবরনের রাস্তা কাজ করান, কিন্তু খোজারখলার কিছু দুস্কৃতিচক্রের কারনে ড্রেন না করায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। এমতাবস্থায় জনসাধারণ দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছেন। বক্তারা অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশেনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ও ২নং বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড্রেন সহ রাস্তা সংস্কারের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি