শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ’র মাতৃবিয়োগঃ বিভিন্ন মহলের শোক

শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর মাতা খাদিজা বেগম গতকাল বুধবার বরিশালের বাটিখানায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন করা হবে। অধ্যক্ষ গোলাম রব্বানীর মাতা খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, লেখক-গবেষক শুভেন্দু ইমাম, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এনামুল হক সরদার, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক সাব্বির আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বেলাল আহমদ। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শাহজালাল সিটি কলেজের শোক ঃ শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর মাতা খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এনামুল হক সরদার ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এক শোকবার্তায় শিক্ষকবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি