প্রস্তাবিত বাজেটে জনগণের আকাঙ্খা প্রতিফলিত হয়নি : বাসদ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে অদ্য ৫-৬-২০১৪ইং সন্ধা ৭টায় আম্বখানাস্থ দলীয় কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্টিত হয়। বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, জুবায়ের চৌধুরী সুমন, মামুন ব্যাপারী, অরুন চন্দ্র, রুমন বিশ্বাস, মনাই মিয়া, বদরুল আমিন, ইমন আহমদ, ফুজেল মিয়া, রবিন আহমদ প্রমূখ।
কর্মী সভায় বক্তারা বলেন, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিগত বছরগুলোর মতই গতানুগতিক ও গণবিরোধী। যে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, সাধারন মানুষের টেক্সের টাকায় বাজেট প্রনিত হয়, তাদের স্বার্থ সংশ্লিষ্ট খাত যেমন কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি খাতে বাজেটের সিংহভাগ ব্যয় হবে, এটাই জনগণ প্রত্যাশা করে। কিন্তু প্রস্তাবিত বাজেটে জনগনের এই আকাঙ্খা প্রতিফলিত হয়নি। বক্তারা, আগামী সংশোধিত বাজেটে, জাতীয় বাজেটের ৪০% কৃষি খাতে ও ২৫% শিক্ষা খাতে বরাদ্দের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি