ছাতকে জাহাঙ্গীর ডাকাত গ্রেফতার
ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৯টি ডাকাতি মামলার আসামি জাহাঙ্গীর আলম (৩৪) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি শাহজালাল মুন্সির নেতৃত্বে এক অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় ছৈলা আফজলাবাদ ইউরিয়নের বানারশিপুর বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত জাহাঙ্গীর আলম উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে। এব্যপারে থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ছাতক থানায় তার বিরুদ্ধে ৯টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও সে পলাতক আসামি বলে ওসি জানিয়েছেন।