রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে দেবালয় মন্দির সমূহের সভা অনুষ্ঠিত
আগামী ২৯ জুন রোববার ও ৭ জুলাই সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন উপলক্ষ্যে ‘সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির এক সভা লামাবাজাস্থ শ্রী শ্র্রী কৃষ্ণ বলরাম জিউর আখাড়ায় কমিটির সভাপতি শ্রী অণিল কিষণ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনাক্রমে সিলেট দেবালয় রথযাত্র উদযাপন কমিটি পূনর গঠন, রথযাত্র মহোৎসব পালন এবং যথযাত্রা উপলক্ষ্যে একটি ‘সুভেনির’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় সিটি মেয়র সহ জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নিয়ে মহোৎসব কে সফল করে তোলার জন্য মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য যে, মন্দির প্রদান এই সিলেট শহরের দেবালয় সমূহের রথযাত্রা উপলক্ষ্যে ৯দিন ব্যাপী আরতি, কীর্তন, মহোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সিলেট শহরের ২শ বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী যথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে ৯দিন ব্যাপী রিকাবীবাজারে রথমেলা ও উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি