তেল গ্যাস বিদ্যুৎসহ দ্রব্য মূল্য বিদ্বির প্রতিবাদে চুনারুঘাটে ইসলামী ফ্রন্টের মানববন্দন

news-6-9-15চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ সরকার অসচল মানুষের উপর দায় চাপিয়ে দেওয়ার জন্য তেল, গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্য মুল্যের বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার উদ্দেগ্যে গতকাল রবিবার বিকাল ৪টায় চুনারুঘাট মধ্যবাজারে এক মানববন্ধন করেছে। মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কাজী মাওলানা আবুল খয়ের শানু, উপজেলা সাধারন স¤পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুত মিয়া, মাওলানা আব্দুর কাদির, সাংবাদিক এস এম সুলতান খান, মাওলানা কবির আহম্মদ, মাওলানা আজিজুর রহমান সোহাগ, ইসলামী ছাত্রসেনা সাবেক উপজেলা সভাপতি আজিজ ইকবাল, মাওলানা শাহিন আলম, মাওলানা সফিক মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সাধারন স¤পাদক মোহাম্মদ বিলাল মিয়া, সাংগঠনিক স¤পাদক আব্দুল আউয়াল সুমন, মোহাম্মদ রহমত আলী, মাওলানা কাউছার আহম্মদ তালুকদার, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ অলিউর রহমান প্রমূখ। প্রধান অতিথি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ দ্রব্যমুল্য লাগামহীন করে সরকার সাধারন মানুষের উপর জুলুম চালিয়েছে। তাই দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।