জেলা কমিটিকে স্বাগত জানিয়ে ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল
ফকির হাসান, ছাতক থেকেঃ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথসভা করেছে ছাত্রলীগ। গোবিন্দগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রিপন আহমদের সভাপতিত্বে ও ছালিক আহমদ এবং দ্বীনুল ইসলাম শ্যামল’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, সুদীপ দাশ, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, ইকবাল আহমদ, আল আমিন, সুমন আহমদ, সাইদুল ইসলাম, মিজান মিয়া, মনজুর রহমান শাহাজাহান, রোমান আহমদ, জাবেদ মিয়া, বাবলু মিয়া, বাদশা মিয়া, সাদিক আহমদ, শাকির আহমদ, গফ্ফার আহমদ, হাবিবুর রহমান বাবলু, শিমুল আহমদ, জুনেদ মিয়া, সোহান আহমদ, রেজা মিয়া, সুব্রত, জাবিদ, গৌতম প্রমূখ। এসময় বক্তারা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আল মামুন, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এমএ গফ্ফার, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক খছরু মিয়া, সহ-সম্পাদক ফয়জুল আলম লিটন ও আবদুল ওয়াদুদ সামিকে জেলা কমিটির সিনিয়র সদস্য নির্বাচিত করায় কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদরুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সুনামগঞ্জ জেলা নব-নির্বাচিত কমিটির সভাপতি ফজলে রাব্বি স্মরন ও সাধারণ সম্পাদ রফিক আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান।