মুশাহিদিয়া বোর্ডের অধীনে রমযানে সারা দেশে ১৮০টি কেন্দ্রে ক্বিরাআত প্রশিক্ষণ হবে

কানাইঘাট প্রতিনিধিঃ মুশাহিদিয়া ক্বিরাআত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক অধিবেশন এবং ১৪৩৪ হিজরীর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বোর্ডের কেন্দ্রীয় দফতর কানাইঘাট দারুল উলূম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরীর যৌথ পরিচালনায় উক্ত বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখেন বোর্ডের প্রধান ক্বারী মাও. সাজ্জাদুর রাহমান, বোর্ডের দফতর সম্পাদক মাও.ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাও.ক্বারী শিহাবুদ্দীন বড় চতুলী, মাও.ক্বারী তাজ উদ্দীন, মাও. ক্বারী ফুরকান আলী, মাও. ক্বারী আব্দুল গণী, মাও.ক্বারী খলিলুর রাহমান, মাও.ক্বারী মোবারক আলী, মাও.ক্বারী ফয়সল আহমদ, মাও.ক্বারী আব্দুল্লাহ, মাও.ক্বারী ফয়জুল হাসান, মাও.ক্বারী আব্দুল হাফিজ, মাও.ক্বারী আবুল কালাম, মাও.ক্বারী রফিক আহমদ, মাও.ক্বারী আবুল বসর, মাও.ক্বারী আনোয়ার হুসেন, মাও.ক্বারী তাহির আলী, মাও.ক্বারী আব্দুল মুসাব্বির, মাও.ক্বারী ইব্রাহিম আলী, মাও.ক্বারী মহি উদ্দীন, মাও.ক্বারী আমিনুর রশীদ, মাও.ক্বারী হাবিবুর রাহমান সহ বোর্ডের প্রায় অর্ধশতাধিক দায়িত্বশীল বৃন্দ। সভায় বিভিন্ন আলোচনা পর্যালোচনার পর আগামী রমযান মাসে মুশাহিদিয়া বোর্ডের অধীনে সারা দেশে ১৮০টি ক্বিরাআত প্রশিক্ষণ সেন্টার খোলার সিদ্ধান্ত গৃহিত হয়। বার্ষিক অধিবেশন শেষে ১৪৩৪ হিজরী সনে বোর্ডের ফাইন্যাল পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ জন বৃত্তি প্রাপ্তদের বোর্ড নেতৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন।