শহীদ আল মামুন শিহাব স্মৃতি সংসদের উদ্যোগে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

পরমানু বিজ্ঞানী বঙ্গবন্ধুর বড় জামাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম.এ. ওয়াজেদ মিয়া (সুধা মিয়া)র ৫ম মৃত্যুবার্ষিকীতে শহীদ আল মামুন শিহাব স্মৃতি সংসদ ও জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও উলামালীগ-এর উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ-এর সভাপতিত্বে ও ডা: সজিব গাজী রাহুল এবং অনিক দাসের যৌথ পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মদন মোহন কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহানগর যুবলীগ নেতা পিযুষ কান্তি দে।
শোক সভায় আরো বক্তব্য রাখেন-স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও পাঠাগার সম্পাদক সুপ্রিয় চৌধুরী রাজ, শাহ নেওয়াজ রহীম, যুবলীগ নেতা নির্মল সিংহ, আনোয়ারুল হক আলম, শাহ নেওয়াজ আলম পলাশ, সুজিত দাস, বিক্রম কর সম্রাট, নিরঞ্জন দেব জয়, পিংকু পাল, সুমন সিংহ, নান্টু রায়, মন্টি রায়, জুয়েল, ফয়জুল, সাকিল হাওলাদার, তুষার হাওলাদার, উত্তম দেব, সাকিল, খালেদ, উলামালীগ নেতা আল-আমীন, সাদিকুর রহমান খোকন, মনির, ইমরান খান, শাবি ছাত্রলীগের সাইফুল ইসলাম সাকিব, ইয়াছিন, রূপক, মোস্তাক মিয়াজী, আলী আহসান, মাসুম আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা তপু দেব, এডভোকেট প্রবাল চৌধুরী পুজন, তপন চৌধুরী, জুয়েল দাস, নিলয় সরকার, নূরে আলম, বিপ্লব, নিপন, সাজু, জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি