ভোলাগঞ্জে মাটি চাপায় ৩ পাথর শ্রমিক আহত
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে মাটি চাপায় ৩ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত ১জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারীর কলাবাড়ী রাসেল মিয়ার গর্তে এ হতাহতের ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত ১জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, কিছু অনলাইন গনমাধ্যম ভোলাগঞ্জে আবারো শ্রমিক নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে দিলেও ওসি তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওসমানীতে যাকে পাঠানো হয়েছে, তিনি মারা গেলেও আমার জানা নেই। এ বিষয়ে ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ জানিয়েছে, ওসমানীতে কোন ডেড বডি আসেনি। বিভিন্ন জায়গা থেকে আহত কয়েকজনকে এসেছেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রোববার রাত ৯টার দিকে কাঠালবাড়ি গ্রামের হাজী ফিরোজ মিয়ার পাথরের গর্তে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে নিহত হন চার শ্রমিক। ২৪ ফেব্র“য়ারি ঐ কোয়ারীতে মাটি চাপা পড়ে আরো ১ শ্রমিকের মৃত্যু হয়।