নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশী শিশু আশিকুরের মর্মান্তিক মৃত্যু

ANA PIC ASHIQuER RAHMAN
গাড়ির ধাক্কায় নিহত শিশু আশিকুর রহমান তামিম। ছবি- এনা।

নিউইয়র্ক থেকে এনা: নিউইয়র্কের রাজধানী আলবেনিতে সিটির ময়লার গাড়ির ধাক্কায় বাংলাদেশী শিশু আশিকুর রহমান তামিমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চার বছরের শিশু আশিকুর রহমান তামিম গত ১৩ ফেব্রুয়ারি সকাল নয়টার সময় ( নিউইয়র্ক সময়) স্কুলে যাবার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকাল বেলায় মায়ের সাথে স্কুলে যাবার সময় আলবেনি শহরের সেন্ট্রাল এভিনিউ ও কোয়েল স্ট্রিটের মোড় দিয়ে আশিকুর রহমান এবং তার মা রাস্তা পার হচ্ছিলেন। এই সময় সাইড থেকে সিটির একটি ময়লা ফেলার গাড়ি ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং আশিকুর রহমান তামিমকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। গাড়ির ধাক্কায় তামিমের মাও আহত হয়েছেন। আশিকুর রহমান তামিম ফিলিপ জে এ্যাচিভমেন্ট একাডেমির প্রি-কের ছাত্র ছিলো। আশিকুরের বাবা মিজানুর রহমান অনিক আলবেনিতে অবস্থিত ইন্ডিয়ার রেস্টুরেন্টে স্বত্তাধিকারী। আশিকুর রহমান তামিমের মর্মান্তিক মৃত্যুতে পুরো আলবানিতে শোকের ছায়া নেমে আসে।