বাংলাদেশে রাজনৈতিক সংকটের সমাধান চায় বিখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এনডিআই
নিউইয়র্ক থেকে এনা : মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল ডেমক্র্যাাটিক ইনস্টিটিটিউট (এনডিআই) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান চায়। এনডিআই’র প্রধান কেনেথ ওলাক সংকট সমাধানের উপায় খুঁজে বের করার পরামর্শ দেন এবং তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের বিখ্যাত থিঙ্ক ট্যাংক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) এর প্রেসিডেন্ট কেনেথ ওলাকের সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (নিউইয়র্ক সময়) রাষ্ট্রদূত জিয়াউদ্দিন কেনেথ ওলাকের সাথে তাঁর ওয়াশিংটনস্থ কার্যালয়ে সাক্ষাত করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও এনডিআই প্রধান কেনেথ ওলাক বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, উগ্রবাদ ও সন্ত্রাস দমন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে রাষ্ট্রদূত বলেন যে, এ মুহূর্তে সংগ্রাম কার্যত: উগ্রবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এনডিআই প্রধানকে জনগণের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম ও ১৯৭৫ পরবর্তী সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন যে, সামরিক শাসকগণ সুচিন্তিতভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের
সুরক্ষা প্রদান করেছে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলোকে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত করেছে। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন যে, বাংলাদেশেন মানুষ গোড়া থেকেই ধর্মনিরপেক্ষ এবং ঐতিহ্যগতভাবে সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তি এবং
সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। রাষ্ট্রদূত জানান যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন যে, বাংলাদেশের প্রতিবেশী দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধুপ্রতীম রাষ্ট্রকে নিয়ে সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এনডিআই প্রধান কেনেথ ওলাক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও এনডিআই প্রধান ওলাককে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা ও এর প্রাসংগিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ প্রসংগে তিনি বলেন যে, উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মান্নোনয়নে বদ্ধপরিকর।এনডিআই প্রধান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের জনগণ গণতন্ত্রে বিশ^াস করে। তিনি
বাংলাদেশের গণতন্ত্রকে সংসংহত করার ক্ষেত্রে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) এর পক্ষ হতে সকল সহযোগিতা প্রদানের আশ^াস দেন। এনডিআইএর সিনিয়র এসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস ও দূতাবাসের মিশন কাউন্সিলর (রাজনৈতিক)
নাঈম উদ্দিন আহমেদ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।