বিশ্বনাথে ছাত্রদলের দু’গ্রুপে ধাওয়া : আহত ২
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উভয় গ্রুপের দুই কর্মী আহত হন। গতকাল বৃহস্পতিবার দুইটায় উপজেলা সদরের পুরানবাজারে ‘বাসিয়া সেতুর’ সামনে খালেদ আহমদ ও শাহ আমিরউদ্দিন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জুনেদ আহমদ ও আলম। তারা উভয় গ্রুপের সক্রিয় কর্মী বলে জানাগেছে।
উপজেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ন-আহবায়ক খালেদ আহমদ বলেন, কলেজ থেকে আসার সময় আতর্কিতভাবে জুনেদের উপর আমির গ্রুপের কর্মীরা হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হয়।
শাহ আমিরউদ্দিন বলেন, ভুলবুঝাবুঝি হয়েছে। তেমন কিছু নয়। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী উভয় কে নিয়ে বসে সমাধান করে দিবেন।